আর্কাইভ থেকে বাংলাদেশ

নগর পরিবহনের ৫০টি নতুন বাস নামছে আজ

নগর পরিবহনের ৫০টি নতুন বাস নামছে আজ

রাজধানীতে যাত্রী সেবার মান বাড়াতে ৫০টি নতুন বাস নামছে আজ। ঢাকা নগর পরিবহন নামে ঘাটারচর-ডেমরা রুটে বাসগুলো চলাচল করবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন রুটে বাস চলাচলের উদ্বোধন করবেন।

রাজধানীর ২২ ও ২৬ নম্বর ঘাটাচ্ছর থেকে স্টাফ কোয়ার্টার ও কদমতলী রুটে নগর পরিবহন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের ।

এতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় বসিলা যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে ২২ নম্বর (ঘাটারচর-ডেমরা স্টাফ কোয়ার্টার) ও ২৬ নম্বর (ঘাটারচর-কদমতলী) রুটে ‘ঢাকা নগর পরিবহন’ বাসসেবা উদ্বোধন করা হবে।

উল্লেখ্য, গেলো বছরের ২৬ ডিসেম্বর ২৩ নম্বর রুটে (ঘাটারচর থেকে কাঁচপুর) ‘ঢাকা নগর পরিবহন’ সেবা চালু করা হয়।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন নগর | পরিবহনের | ৫০টি | নতুন | বাস | নামছে | আজ