নিরাপত্তাজনিত কারণে এবারের রাজধানীর আর্মি স্টেডিয়ামে আসছে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া তিন দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনিশ্চয়তার মুখে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে আর্মি স্টেডিয়ামের ভেন্যু বরাদ্দ বাতিল হওয়ায় নির্ধারিত তারিখে উৎসবটি হচ্ছে না।
উৎসবটির আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমধ্যমকে জানিয়েছেন, তারা এই উৎসবটি করতে আগ্রহী। তবে এ বছর তা সম্ভব না হলেও, আগামী বছর আয়োজনের পরিকল্পনা রয়েছে।
২০১৫ সালে আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। ২০১৯ সাল পর্যন্ত আয়োজনটি চলে আসলেও, ২০২০ সালে করোনা মহামারির কারণে উৎসবটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে এই আয়োজন আর ফিরে আসেনি।
প্রতিবারের মতো এবারও উৎসবের ঘোষণা উৎসবপ্রেমীদের মধ্যে প্রত্যাশা তৈরি করেছিল। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হওয়া আবারও তাদের জন্য একটি বড় ধাক্কা।
জেডএস/