সময় এসে ধরা দিয়েছে কিলিয়ান এমবাপ্পের কাছে। দুই বছর আগে ফ্রান্সের জার্সি গায়ে কান্নারত ছিলেন তিনি। দুই বছর পর চ্যাম্পিয়ন হয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ ছেড়েছেন। আগে-পরের হিসেবে স্টেডিয়ামটাও সেই কাতারের লুসাইল।
আর্জেন্টিনা দর্শকদের জন্য প্রতি বছর ১৮ ডিসেম্বর বিশেষ এক রাত। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সেই স্মরণীয় মুহূর্ত। সেদিন লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। গত রাতে (১৮ ডিসেম্বর) ফিফা আন্তমহাদেশীয় কাপে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে লুসাইল স্টেডিয়াম ছেড়েছেন এমবাপ্পে ও পুরো রিয়াল দল।
রিয়ালের পক্ষে এমবাপ্পে, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র একটি করে গোল করেছেন।
বড় আয়োজনে আগামী বছর থেকে ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে ফিফা। এবার ক্লাব বিশ্বকাপের মতো করে আন্তঃমহাদেশীয় কাপের আয়োজন হয়েছে। ফিফার ৬ টি কনফেডারেশন চ্যাম্পিয়ন নিয়ে আয়োজন হয়েছিল এই টুর্নামেন্ট।
ফাইনালে রিয়ালকে ৩৭তম মিনিটে প্রথম গোল এনে দিয়েছেন এমবাপ্পে। যদিও চোটের কারণে তার খেলা নিয়ে যথেষ্ট সংশয় ছিল শুরুতে। স্প্যানিশ ক্লাবটির হয়ে দ্বিতীয় গোলটি এসেছে ৫৩ মিনিটে, রদ্রিগোর পা থেকে। এরপর ৮৪তম মিনিটে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করেন সদ্য ফিফা দ্য বেস্ট জয়ী ভিনিসিয়াস।
এম এইচ//