চলতি বছরে শেষবারের মতো বোর্ড মিটিং আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) বিকেল তিনটায় মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে এই বোর্ড মিটিং।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।
বছরের শেষ বোর্ড মিটিংয়ের গুরুত্বপূর্ণ আলোচনা হবে আসন্ন বিপিএল। এ ছাড়া চলমান এনসিএল টি-টোয়েন্টি ছাড়াও আলোচনা হতে পারে অধিনায়কত্ব ইস্যু নিয়ে।
জাতীয় দলের হয়ে আর অধিনায়কত্ব করতে চান না নাজমুল হোসেন শান্ত। তাই টাইগারদের জন্য নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা হতে পারে বোর্ড মিটিংয়ে।