গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে কী কারণে ভোট বন্ধ হলো, তা বোধগম্য বা যুক্তিযুক্তও নয়। এমনটি আগে হয়নি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর বসিলায় ঢাকা নগর পরিবহন বাস সেবার উদ্বোধনে এ কথা বলেন
তিনি বলেন, প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন গোলযোগ না থাকলেও রিটার্নিং কর্মকর্তার নির্দেশে ভোট বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণে নানা অনিয়মের অভিযোগে বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ভোটগ্রহণ স্থগিত করেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেখানে আর ভোট হচ্ছে না। ভোটের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। বন্ধ হওয়া ভোটের বিষয়ে আইন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।