আন্তর্জাতিক

ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপের হুমকি; ভারতের কড়া প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

রুশ তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর প্রতিক্রিয়া জানিয়েছে নয়া দিল্লি। ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ট্রাম্পের হুমকি অন্যায্য ও অযৌক্তিক। বিশ্বব্যাপী জ্বালানি বাজারের স্থিতিশীলতা ধরে রাখতে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে, যুক্তরাষ্ট্রই ভারতকে রুশ গ্যাস আমদানি করতে উৎসাহিত করেছে

তিনি আরও বলেন, ভারত রাশিয়া থেকে আমদানি শুরু করছে, কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ সরবারহ ইউরোপের দিকে যাওয়া শুরু করছিলো।

এদিন মার্কিন শুল্কারোপের সমালোচনা করে মুখপাত্র রণধীর জয়সোয়াল আরও বলেন, যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে। নিষেধাজ্ঞা স্বত্ত্বেও গেলো বছর ওয়াশিংটন মস্কোর সঙ্গে তিন দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি রপ্তানি করেছে।

উল্লখ্য, কয়েকদিন আগে ভারতের ওপর ইতোমধ্যেই ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, যা ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে

গেলো সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ভারতকে দায়ী করে দেশটির ওপর আরও বেশি শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধে ইউক্রেনে কত মানুষ নিহত হচ্ছেন, সে বিষয়টি আমলে না নিয়ে রাশিয়ার কাছ থেকে তেল কিনেই যাচ্ছে ভারত। এ কারণে তিনি ভারতের পণ্যের ওপর উল্লেখযোগ্যভাবে শুল্কের পরিমাণ আরও বাড়াবেন

 

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #ভারত #ট্রাম্প #শুল্ক