আর্কাইভ থেকে বাংলাদেশ

গাইবান্ধা উপনির্বাচন বন্ধ করা হঠকারী ছিল না : সিইসি

গাইবান্ধা উপনির্বাচন বন্ধ করা হঠকারী ছিল না : সিইসি

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচন বন্ধ করা কোনও হঠকারী ছিল না। নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে। নিবিড় পর্যবেক্ষণ করেই নির্বাচন বন্ধ করা হয়েছে। ওবায়দুল কাদের যদি ইসির সাথে বসে নির্বাচন দেখতেন, তিনিও বুঝতেন।

তিনি বলেন, তিনটি সিসিটিভিতে দেখতে পাই প্রার্থীদের দেয়া একই রকম টিশার্ট পড়ে কেন্দ্রে কাজ করছে। পরিস্থিতি নিয়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে আলাপ করেছি। ৫০টি কেন্দ্রে অনিয়ম দেখেছি। সিইসি বলেন, নির্বাচন কমিশন একা এ দায়িত্ব পালন করতে পারবে না। সংশ্লিষ্টদের সহযোগিতা ও রাজনৈতিক স্বদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

এ সম্পর্কিত আরও পড়ুন গাইবান্ধা | উপনির্বাচন | বন্ধ | করা | হঠকারী | ছিল | | সিইসি