দক্ষিণ কোরিয়ায় বিরোধী দলের আইনপ্রণেতারা দেশটির পার্লামেন্টে এবার প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সুকে অভিশংসিত করতে সম্মতি জানিয়েছে দেশটির পার্লামেন্ট। অভিশংসনের জন্য ১৫১ ভোটের প্রয়োজন পড়লেও তাকে সরানোর পক্ষে ভোট দিয়েছেন ১৯২ জন আইনপ্রণেতা। গেলো দুই সপ্তাহ আগে সামরিক আইন জারির কারনে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসিত করা হয়েছিলো।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাংবিধানিক আদালতের বিচারপতি হিসেবে ডেমোক্রেটিক পার্টির মনোনীত বিচারপতিদের নিয়োগ দিতে অস্বীকৃতি জানান বর্তমান ভারপ্রপ্ত প্রেসিডেন্ট হান। এর ফলে বিরোধীরা তাকে এই পদ থেকে সরাতে তৎপর হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা পার্ক চ্যান দায়ে বলেন, ‘হান নিজেকে একজন ভারপ্রাপ্ত বিদ্রোহী হিসেবে প্রকাশ করেছেন, একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নয়।’
গেলো ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করার প্রচেষ্টায় ইউনকে সহযোগিতা করেছেন হান এমন দাবি তুলেছেন বিরোধী দলের নেতারা । তবে ইউনের ওই উদ্যোগ থামাতে না পারায় ইতিমধ্যে ক্ষমতা চেয়েছেন হান।
হান তার পদ থেকে অপসারিত হলে তার জায়গায় অর্থমন্ত্রী চোই সাং-মোক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করতে দেখা যেতে পারে।
জেডএস/