মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া দাপটের সহিত খেলেছে। সেই দাপটের প্রমাণ এসেছে ফলাফলে। ভারতের বিপক্ষে ১৮৪ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেলো স্বাগতিকরা। এর আগে ৩৪০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছিল ভারত। চার বিরতির আগ পর্যন্তও কিছুটা ভালো অবস্থানে ছিল তারা। তবে সেই অবস্থান বেশিক্ষণ স্থায়ী হয়নি।
৩৩ রানে ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ভারত। ততক্ষণে মনে হচ্ছিল, এই দল খুব বেশিক্ষণ টিকতে পারবে না। এরপর যশস্বী জয়সোওয়াল ও রিশাব পান্ট মিলে ভারতের পক্ষে জুটি গড়ে তোলেন। সেই জুটি ৮৮ রান পর্যন্ত গিয়ে থমকে যায়। খেলার পরিস্থিতি তখন অনেকটা ঘুরে যাচ্ছিল।
পার্ট-টাইম স্পিনার ট্রাভিস হেডের শিকার হয়ে ৩০ (১০৪) রানে বিদায় নেন পান্ট। তখন অস্ট্রেলিয়ার রান ৪ উইকেট হারিয়ে ১২১। এরপর মাত্র ৩৪ রান তুলতে বাকি ৬ উইকেট হারিয়েছে ভারত।
সফরকারী দলটি অলআউট হয় ১৫৫ রানে। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড ৩ টি করে উইকেট নিয়েছেন।
এম এইচ//