আন্তর্জাতিক

আন্তর্জাতিক অঙ্গনে ২০২৪ ছিলো পরিবর্তন, বিপ্লবী-সংঘাতময় বছর

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: বায়ান্ন টিভি

আন্তর্জাতিক অঙ্গনে এক বিপ্লবী এবং সংঘাতময় বছর হিসেবে চিহ্নিত হয়েছে ২০২৪ সালটি । এবছরেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের বিষবাষ্প। ক্ষমতা দখলের লড়াইয়ে দেশে দেশে সংঘাতে চলেছে মৃত্যুর মিছিল। প্রায় প্রতিটি মহাদেশেই রাজনৈতিক পরিবর্তন এবং সামাজিক উত্থানের সাক্ষী হয়েছে বছরটি। এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত বছরটি পরিবর্তনের বার্তা বহন করেছে। ২০২৪ সালে এমনই দুনিয়া কাঁপানো বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করলো  বিশ্ববাসী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। ১৩ জুলাই প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প হত্যাচেষ্টার শিকার হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

প্রেসিডেন্ট জো বাইডেন  নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়ে কমলা হ্যারিসকে তার উত্তরসূরি হিসেবে সমর্থন করেন। তবে ৫ নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করে  দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন: গেলো ৫ জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনও আন্তর্জাতিক অঙ্গনে বেশ গুরুত্ব পায়। নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। এই বিশাল জয়ের মধ্য দিয়ে ১৪ বছর পরে লেবার পার্টি আবারো ব্রিটেনের রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে। প্রধানমন্ত্রী হন স্যার কিয়ের স্টারমার। এই নির্বাচনকে যুক্তরাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচনা করা হয়।

পাকিস্তানের জাতীয় নির্বাচন: গেলো ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় পান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত নির্দলীয় প্রার্থীরা।

তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করে দ্বিতীয় অবস্থানে থাকা নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ। আর  প্রধানমন্ত্রী  হন নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ।

সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ছিল আন্তর্জাতিক অঙ্গনের সবচাইতে আলোচিত ঘটনা। গেলো ২৭ নভেম্বর সিরিয়ার গৃহযুদ্ধ ভয়ংকর রূপ নেয়। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি আলেপ্পো দখলে নেওয়ার ঘোষণা দেন।

গেলো ৮ ডিসেম্বর রাজধানী দামেস্কো দখল করে নিলে প্রেসিডেন্ট বাশার আল  আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।  এর মধ্য দিয়ে পতন ঘটে আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনামল।

ভারতের লোবসভা নির্বাচন: গেলো এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনও বেশ গুরুত্ব পায়। সাত দফায় হওয়া এই নির্বাচনের মাধ্যমে মোট ৫৪৩টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পায় ২৯৩টি আসন। বিজেপি এককভাবে পায় ২৪০টি। অন্যদিকে, জাতীয় কংগ্রেস এককভাবে ৯৯টি সহ জোটগতভাবে পায় ২৩৪ টি আসন।

এনডিএ জোট সরকার গঠন করলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নরেন্দ্র মোদি। লোকসভার বিরোধী দলীয় নেতা হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ইরানে সংস্কারপন্থী প্রেসিডেন্ট নির্বাচিত: গেলো ২৮ জুন ইরানে অনুষ্ঠি প্রেসিডেন্ট নির্বাচনও ছিল উল্লেখযোগ্য ঘটনা।

২৮ জুন  প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় ৫ জুলাই দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয়।

এতে প্রেসিডেন্ট নির্বাচিত হন সংস্কারপন্থি নেতা মাসুদ পেজেশকিয়ান।

ভারত-মালদ্বীপের সম্পর্কে টানাপোড়েন:  ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের চরম অবণতি ঘটে এবছর।

গেলো  ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পরেই দিল্লি-মালের সংঘাত তুঙ্গে ওঠে। মোদিকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর দলের একাধিক নেতা।

ভারতের সমুদ্র সৈকতগুলো নোংরা, দুর্গন্ধযুক্ত বলে কটাক্ষ গোটা ভারত জুড়ে শুরু হয় ‘বয়কট মালদ্বীপ’।

ইরান-ইসরাইলের পাল্টাপাল্টি হামলা:  ইরান-ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলা ছিলো ২০২৪ সালের সবেচাইতে আলোচিত ঘটনা। সিরিয়ায় নিজেদের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জনের মৃত্যুর ঘটনায় ইসরাইলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

জবাবে এক সপ্তাহ পরই ইসলামিক দেশটিতে পালটা হামলা চালায় ইসরাইলি ডিফেন্স ফোর্সেস।  এছাড়া, গাজায় অভিযান চালানোর কারণে ইসরাইলে হামলা চালায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এর জবাবে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরাইল।

হামাসপ্রধান ও হিজবুল্লাহ প্রধান নিহত: ২০২৪ বছরটি হামাস ও হিজবুল্লাহর সশস্ত্র যোদ্ধাদের জন্য অত্যন্ত বেদনানায়ক। ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসপ্রধান ইসমাইল হানিয়াহ । গেলো অক্টোবরে গাজার রাফায় ইসরাইলি বাহিনীর অভিযানে নিহত হন হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ার। তাকে হত্যার মধ্য দিয়ে নতুন করে বড় ধাক্কা খায় সংগঠনটি।

অন্যদিকে, সেপ্টেম্বরে  শেষের দিকে লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন জায়গায় প্রচজণ্ড বিমান হামলা চালায় ইসরালি। এই হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহ।

ইরানের প্রেসিডেন্ট রাইসি বিমান দুর্ঘটনায় নিহত: গেলো ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের  প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের ঘটনাও আন্তর্জাতিক অঙ্গনে ঝড় তোলে।

ওই হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে ইসরাইল সরাসরি জড়িত বলে অভিযোগ করেছে ইরান। তবে  তেহরানের ওই অভযোগ প্রত্যাখ্যান করেছে তেলআবিব। 

এমআর//

সালতামামি ২০২৪

এ সম্পর্কিত আরও পড়ুন সংঘাতময় বছর ২০২৪