আন্তর্জাতিক

গাজায় হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৮৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

একজন ফিলিস্তিনি নাগরিক ধবংসস্তূপের মধ্যে তার স্বজনদের খুঁজছেন। ৪ এপ্রিল, দক্ষিণ গাজা। ছবি: মারিয়াম দাগা, এপি

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৮৭ জন ফিলিস্তিনি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা থেকে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত করা এই হিসাবের তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামলায় কমপক্ষে আরও ৩২ জন ফিলিস্তিনি নাগরিক নিহত ও ১৯৩ জন আহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের সংখ্যা প্রায় ৪৬ হাজার ৫৩৭ জন ছাড়িয়ে গেছে। যেখানে আহতের সংখ্যা লক্ষাধিক।

শুক্রবার পর্যন্ত আইডিএফের অভিযানে গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫০ হাজার ৬০৯ জন এবং ১ লাখ ১৫ হাজার ৬৩ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

গত বছর অক্টোবর মাস থেকে টানা ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। এরমধ্যে চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু বিরতির দুই মাস না পেরোতেই গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও সামরিক অভিযান চালায় ইসরাইলি বাহিনী।

দ্বিতীয় দফায় চালানো এই অভিযানে গত ১৫ দিনে গাজায় নিহত হয়েছেন ১ হাজারের বেশি ফিলিস্তিনি।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা | ফিলিস্তিন | ইসরাইল