শীতের প্রকোপ এবার আরও বাড়তে চলেছে। সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে, পাঁচ দিনের শেষের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৩০ ডিসেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এবং বুধবার (১ জানুয়ারি) একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে রাতের দিকে ঠান্ডা আরও বাড়বে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমবে।
উত্তরাঞ্চলে গভীর রাতে এবং সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকবে চারপাশ। অন্যদিকে, দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে।
এদিকে, কৃষিকাজ, যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এই কুয়াশা কিছুটা প্রভাব ফেলতে পারে। তাই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঠান্ডা থেকে সুরক্ষা পেতে উষ্ণ কাপড় পরিধান করা এবং শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া জরুরি। যানবাহনের চালকদের জন্য কুয়াশার কারণে দূরদৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা থাকায় সাবধানে চলাচল করার অনুরোধ করা হয়েছে।
জেডএস/