ছাগলকাণ্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশে সাবেক এক ভূমিমন্ত্রীর সাত শতাধিক বাড়ি, সাবেক আইজিপি বেনজিরের পুকুর চুরি, দ্বাদশ জাতীয় নির্বাচন, বিক্ষোভ-আন্দোলন-বিপ্লব, ক্ষমতার পালাবদল-অন্তর্বর্তী সরকারের যাত্রা, সরকার প্রধানসহ তিন শতাধিক আইন প্রণেতা থেকে শুরু করে ইমাম-পুরোহিতদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে অর্ধশত লোকের প্রাণহানী, ছাত্রলীগ নিষিদ্ধ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আবু সাঈদ হত্যাসহ নানা ঘটনার কারণে আলোচিত ২০২৪।
হাসিনা সরকারের পতন: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে আলোচনা শুরু হয় ২০২৪ সাল। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের তীক্ষ চোখ ছিল এই নির্বাচনের দিকে।
গেলো ৭ জানুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে জয়ী হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন আওয়ামী লীগের সভিাপতি শেখ হাসিনা।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গেলো ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। অবসান ঘটে আওয়ামী লীগ সরকারের টানা ১৪ বছরের শাসন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
সরকারপ্রধান,মন্ত্রী-এমপি-নেতাদের পালিয়ে যাওয়া: গণআন্দোলনের মুখে নানা দেশে স্বৈরাচার পতনের ইতিহাস নতুন নয়। তবে সরকার পতনের পর সরকারপ্রধানসহ একসাথে ৩'শ সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই এক বিরল ঘটনা।
শুধু রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, কেন্দ্রীয় মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত, ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ নেতাদের অনেকেই আন্দোলনের মুখে পালিয়ে গেছেন ।
মতিউরের ছাগলকাণ্ড: সরকারি কর্মকর্তা মতিউর রহমানের ছাগল কাণ্ড ছিল অন্যতম আলোচিত ঘটনা। গেলো কোরবানির ঈদের সময় ১২ লাখ টাকায় ছাগল কিনে ফেইসবুকে পোস্ট দেন ইফাত নামের এক তরুণ।
ওই পোস্ট ঘিরে আলোচনায় আসেন ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। মতিউরের বিপুল পরিমাণ সম্পদের তথ্য গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে প্রকাশিত হতে থাকে।
মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি থাকা নিয়ে আলোচনা শুরু হয়।
বেনজীরের অঢেল অবৈধ সম্পদ: পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের বিয়টি পুরো বছরই আলোচনায় ছিল।
গেলো এপ্রিলে দুটি গণমাধ্যমে ‘বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ’ এবং ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনায় আসেন সাবেক এই পুলিশপ্রধান।
পরে তদন্তে নেমে বেনজিরের অঢল সম্পদ থাকার প্রমাণ নিশ্চিত করে রিপোর্ট দেয় দুর্নীতি দমন কমিশনের তদন্ত কমিটি। এই সূত্র ধরে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি। গেলো ১২ জুন বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।
বিদেশে মন্ত্রীর সাত শতাধিক বাড়ি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা কয়েকশ বাড়ি থাকার খবরও দেশ জুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
গেলো ১৮ সেপ্টেম্বর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত দ্য মিনিস্টারস মিলিয়নস শিরোনামের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ২৫০ মিলিয়ন ডলার খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন।
এতে আরও বলা হয়. লন্ডন ছাড়াও দুবাই, নিউইয়র্ক, সিঙ্গাপুর এবং কুয়ালালামপুরে সবমিলিয়ে তিনি সাত শতাধিক বাড়ি কিনেছেন। যেগুলোর মূল্য ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ১০ হাজার কোটি টাকারও বেশি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আবু সাঈদ, মীর মুগ্ধ: কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই আন্দোলনে আবু সাঈদ, মীর মুগ্ধসহ কয়েক শ নিহতের ঘটনাটি দেশে ও দেশের বাইরে ছিল বেশ আলোচিত।
‘কমপ্লিট শাটডাউন, ‘মার্চ ফর জাস্টিস, এবং সবশেষে এক দফা সরকার পতনের আন্দোলন ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন দমাতে পুলিশ গুলি চালালে রংপুরে আবু সাঈদ নামে এক আন্দোলনকারী নিহত হন।
রাজধানীতে নিহত হন মীর মুগ্ধ নামে এক শিক্ষার্থী। তাদের নিহতের ঘটনায় আন্দোলন আরও জোরদার হয়। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের।
বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ড: রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর ঘটনাটিও বেশ আলোচিত। এ ছাড়া আরও ৭৫ জন বিভিন্নভাবে আহত অবস্থায় উদ্ধার হন।
গ্রিন কোজি নামক বহুতল ভবনে ২৯ ফেব্রুয়ারি রাতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ভবনটিতে কাচ্চি ভাই রেস্তোরাঁসহ একাধিক রেস্তোরাঁ ও দোকান ছিল।
আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড: ভারতের কলকা্তায় আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিমের মৃতদেহ উদ্ধারের ঘটনাটিও বেশ আলোচনার জন্ম দেয়। ভারতে চিকিৎসার উদ্দ্যেশে গিয়ে তিনি ১৩ মে থেকে নিখোঁজ ছিলেন।
২২ মে সকালে কলকাতার নিউটাউনের একটি আবাসন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার হয়। তদন্তকারী কর্মকর্তাদের তথ্যমতে, আনোয়ারুল আজিমকে ওই বাড়িটিতেই শ্বাসরোধ করে হত্যা করা হয়।
হারুনের ভাতের হোটেল: নানা কর্মকাণ্ডের পর সর্বশেষ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ‘ভাতের হোটেল’ নিয়ে আলোচনায় আসেন মোহাম্মদ হারুন অর রশিদ। বিএনপি নেতা গয়েশ্বর রায়কে দিয়ে শুরু হলেও ডিবি হারুনের ভাতের হোটেল ব্যাপক পরিচিতি পায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে।
ওইসময় ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটকে রাখার পাশাপাশি তাদের আপ্যায়নের ভিডিও চিত্রটি দেশবাসী প্রত্যক্ষ করে।
ইসকন ও চিন্ময় কৃষ্ণ দাশ: গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস-ইসকন এর নেতা চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেপ্তারের বিষয়টিও দেশে-বিদেশে বেশ আলোচিত ছিল।
বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে ২০২৪ সালের ২৫ নভেম্বরে চিন্ময়কে গ্রেপ্তার শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়: নানা নেতিবাচক খবরের মাঝেও ২০২৪ বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছে বাংলাদেশের বাঘিনী-বাচ্চারা। ভারতকে ফাইনালে হারিয়ে গত ৮ ডিসেম্বর এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
এমআর//