বিএনপি

শেখ হাসিনাকে বাংলাদেশে পুশ-ইন করুন : শামসুজ্জামান দুদু

ছবি: সংগৃহীত

ভারতকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ভারতের উদ্দেশে তিনি বলেন, নিজের দেশের নাগরিকদের নয়, যে হাসিনাকে অবৈধভাবে আদর-আপ্যায়ন করে রেখেছেন, তাকে পুশ-ইন করুন।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

দুদু বলেন,  ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করলেও গত পঞ্চাশ বছর ধরে আমরা ভারতের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ পাইনি। যেটা পেয়েছি সেটা খুবই মর্মান্তিক। আমাদের তিস্তা নদীতে পানি নেই। পানি চুক্তিও নেই। ৫০ বছর ধরে ভারত চুক্তির কথা বললেও তারা চুক্তি করছে না।

তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তা মর্মান্তিক। প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইন করছে ভারত সরকার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অনুরোধ জানিয়ে এ বিএনপি নেতা বলেন, বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে ভারতে পালিয়েছে, তাদেরকে পুশ করুন। বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারীকে আপনারা আদর-আপ্যায়ন করে অবৈধভাবে রাখবেন, আর আপনার নাগরিককে পুশ করবেন, এটা ঠিক না।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের দপ্তর সম্পাদক এস কে সাদী, সংগঠনটির সাধারণ সম্পাদক জুয়েলসহ প্রমুখ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #দুদু