মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক না। মানুষের কাজই হলো নিজের মন মতো কাজ করা। বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (০১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২৫) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিক মানে তো বিপথে চলে যাওয়া। এটা মানুষের পথ না। তার পথ হলো সৃষ্টি করা। নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, মন মতো কাজ করা। বাণিজ্যমেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এ সুযোগ কাজে লাগাতে হবে।
নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন এজন্য ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।
ড. ইউনূস বলেন, যে কোন বয়সের মানুষই তার বুদ্ধি প্রয়োগ করতে পারে। বুদ্ধি একটা বিরাট সম্পদ, টাকার চাইতেও অনেক বড় জিনিস। টাকা তো বুদ্ধির পিছন পিছন দৌড়াবে। সবার বুদ্ধি একত্র করলে এটা মহা বুদ্ধিতে পরিণত হবে। তাহলেই দুনিয়ার সামনে অন্যতম উদাহরণ হয়ে দাঁড়াবে আমাদের দেশ।
তিনি আরও বলেন, একজন মানুষ কখনো রিটায়ার্ড হতে পারে না। মৃত্যু পর্যন্ত সে সচল, সজাগ ও কর্মঠ থাকে। তার আগে সে থামে না। কিন্তু আমরা রিটায়ার্ডের একটা বয়স নির্ধারণ করেছি। রিটায়ার্ড শব্দটিকেই রিটায়ারমেন্টে পাঠিয়ে দিতে হবে। তরুণদের পাশাপাশি বয়স্করাও কাজ করবে। তাদের জন্য একটা আলাদা এলাকা করে দেয়া হবে। তাদের কাজ নিয়ে তালিকা এবং জীবনী ছাপা হবে। দেশ থেকে তো অবশ্যই পুরো বিশ্ব তাদের দেখতে আসবে।
মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে এ বছর। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্কও।
এছাড়া মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। সঙ্গে দেশের তরুণ সমাজকে রফতানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন।
মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাচলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়।
এসি//