আগামী মাসে বাংলাদেশ সফরে আসবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার। ২০১২ সালের পর এটিই হবে প্রথম কোন পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রীর ঢাকা সফর।
শুক্রবার (৩ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাদধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গেলো বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দার জানিয়েছেন, তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে ফেব্রুয়ারিতে ঢাকা সফর করবেন।
এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস পারস্পরিক সম্মত সময়ে ইসলামাবাদ সফর করবেন বলে জানান পাকিস্তানের এই পররাষ্ট্র মন্ত্রী।
পাকিস্তানের সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ২০১২ সালে ঢাকা সফর করেন হিনা রাব্বানী খার। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-এইট সম্মেলনের আমন্ত্রণ পত্র তুলে দিতে এই সফরে আসেন তিনি।
এনএস/