খেলাধুলা

উসমান খানের সেঞ্চুরিতে চিটাগাংয়ের সংগ্রহ দুইশো ছাড়ালো

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

আজ মিরপুরে ঘন কুয়াশার মধ্যে শুরু হয়েছে বিপিএলের প্রথম ম্যাচ। দুর্বার রাজশাহীর মুখোমুখি হয়েছে চিটাগাং কিংস। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে চিটাগাং। দলের পক্ষে পাকিস্তানি ব্যাটার উসমান খান সেঞ্চুরি হাঁকিয়েছেন।

চিটাগাংয়ের ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালো হয়নি। তাসকিন আহমেদ প্রথম ওভার করতে এসে পারভেজ হোসেন ইমনকে ফিরিয়েছেন দ্বিতীয় বলেই। তাসকিন আগের দিন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই ৭ উইকেট নেন।

পারভেজ আউট হলেও আরেক ওপেনার উসমান খান একপ্রান্তে অবিচল ছিলেন। মূলত এক হাতে দলকে বড় সংগ্রহে নিয়েছেন তিনি। তার সঙ্গে যোগ দেয়া গ্রাহাম ক্লার্ক ২৫ বলে ৪০ রান করে বিদায় নেন। তখন উসমান নিজেকে থিতু করে নিয়েছেন। মিরপুরের মাটি যেন চেনা হয়ে গেছে তার।

বিপিএলের ১১তম আসরের প্রথম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন উসমান। মাত্র ৪৮ বলে সেঞ্চুরি পেয়েছেন এই পাকিস্তানি ব্যাটার।

মাঝে মোহাম্মদ মিঠুন এসে ১৫ বলে ২৮ রান নিয়ে সঙ্গ দেন উসমানকে। তাসকিনের শেষ ওভারে ৬২ বলে ১২৩ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন উসমান। অপরাজিত ছিলেন হায়দার আলী, ৮ বলে ১৯ রান করে।

রাজশাহীর পক্ষে বল হাতে তাসকিন সর্বোচ্চ ২ টি উইকেট নিয়েছেন।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন চিটাগাং কিংস | দুর্বার রাজশাহী | উসমান খান