আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বর্ষবরণ অনুষ্ঠানে হামলা

গান, মাদক অপছন্দ করা শামসুদ-দীন একাই হামলা চালান: এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক

শামসুদ-দীন জব্বার

নিউ অরলিয়েন্সে বর্ষবরণ অনুষ্ঠানে ভীড়ের মধ্যে ট্রাক উঠিয়ে দিয়ে ১৪ জন মানুষ হত্যার ঘটনাটি টেক্সাসের বাসিন্দা শামসুদ-দীন জব্বার একাই ঘটিয়েছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত নেই বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। এর আগে তদন্ত কর্মকর্তারা ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা জানিয়েছিলো। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করা শামসুদ-দীন জব্বার গান, মাদক ও মদ অপছন্দ করতেন। তিনি মার্কিন সেনাবাহিনীর সদস্য হিসেবে ১০ বছর কাজ করেছিলেন।

নিউ অরলিয়েন্সের হামলাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে এফবিআই। সংস্থাটির উপসহকারী পরিচালক ক্রিস্টোফার রাইয়া গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা ছিল পরিকল্পিত ও একটি জঘন্য কাজ।’ আইএসের মাধ্যমে উগ্রবাদে শামসুদ-দীনের উদ্বুদ্ধ হওয়ার কথা এ সময় জোর দিয়ে উল্লেখ করেন তিনি।

রাইয়া আরও বলেন, সেনাবাহিনীর একজন সাবেক কর্মী শামসুদ-দীন কীভাবে উগ্রবাদে জড়িয়েছিলেন, সেটির অনুসন্ধান করছেন তদন্তকারীরা।

মার্কিন কর্মকর্তারা বলছেন, শামসুদ-দীন জব্বার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মানবসম্পদ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিভাগে কাজ করেছেন । ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০-এর জানুয়ারি পর্যন্ত তিনি আফগানিস্তানে ছিলেন।

শামসুদ-দীন দুবার বিয়ে করেছেন। তাঁর প্রথম বিবাহবিচ্ছেদ হয় ২০১২ সালে। ২০১৭ সালে দ্বিতীয় বিয়ে করেন। ২০২২ সালে এ বিয়েও ভেঙে যায়।  

 

 

এনএস/ 

 

 

 

   

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | হামলা | আইএস | এফবিআই