খেলাধুলা

ফারুক আহমেদে অনাস্থা, ক্রীড়া মন্ত্রণালয়ে ৮ পরিচালকের চিঠি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়েছেন ৮ জন বোর্ড পরিচালক।

বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে প্রকাশিত এই চিঠিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে।

লম্বা এই চিঠিতে বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানানোর কারণ উল্লেখ করেছেন আট পরিচালক। এই ৮ জন হলেন; নাজমূল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, মাহবুব উল আলম, কাজী ইনাম আহমেদ, মনজুর আলম ও সালাউদ্দিন চৌধুরী।

ফারুক আহমেদের বিরুদ্ধে করা অভিযোগে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্তির সময় বোর্ডের কমিটিসমূহ পুনর্গঠনের কথা ছিল। ৫ মাস পর তিনি কমিটি পুনর্গঠন করেন। কিন্তু বোর্ড সভাপতির স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্যের কারণে পরিচালকরা স্বাভাবিক ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না।

পরিচালনা পর্ষদকে পাশ কাটিয়ে সভাপতির এককভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেন। একের পর এক দ্বায়িত্বজ্ঞানহীন কাজ ও স্বেচ্ছাচারিতায় বিসিবির অভ্যন্তরে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। দেশে ও বাইরে সুনাম ক্ষুন্ন হয়েছে ও বাংলাদেশ ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়ে চলেছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বিভিন্ন পরিচালককে চেয়ারম্যান করে কমিটি গঠন করা হয়। কমিটি স্বাধীন থাকে এবং সভাপতি কমিটির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু বর্তমান সভাপতি হস্তক্ষেপের মাধ্যমে এককভাবে সিদ্ধান্ত নেন। পরিচালকরা বা কমিটি অনেক সময় সভাপতির সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানেন না। উদাহরণস্বরূপ- কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার বিষয়টি উল্লেখ করেছেন পরিচালকরা। যা তারা প্রেস রিলিজের মাধ্যমে জেনেছেন।

বিসিবি সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে ৮ পরিচালকের স্বাক্ষরিত চিঠি
বিসিবি সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে ৮ পরিচালকের স্বাক্ষরিত চিঠি

উল্লেখ করা হয়েছে, পতিত সরকারের সময় নিয়োগ পাওয়া অযোগ্য, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণের কথা ছিল। কিন্তু সভাপতি তাদের আরও সুযোগ-সুবিধা দিয়ে বহাল রেখেছেন। ব্যক্তিস্বার্থ হাসিলে অনিয়মে অভিযুক্ত ব্যক্তিদের বিসিবিতে নিয়োগ দিয়েছেন ও অযোগ্যদের পদোন্নতি দিয়ে যোগ্য, সৎ ও কর্মঠদের কোণঠাসা করেছেন। পরিচালকরা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং গঠনতন্ত্র সংশোধন-পরিমার্জনের তাগিদ দিলেও কোন উদ্যোগ নেননি।

বিপিএলকে কেন্দ্র করে বোর্ডের ওপর কিছু অভিযোগ এনেছেন ওই পরিচালকরা। এ বিষয়ে তারা লিখেছেন, বিপিএলে আর্থিক অনিয়ম করা ফ্র্যাঞ্জাইজি দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের বিষয়ে যথাযথ নিয়ম অনুসরণ করে যাচাইবাছাই না করে, ব্যাংক গ্যারান্টি না নিয়ে নিজের একক সিদ্ধান্তে ও ক্ষমতা প্রয়োগ করে বিপিএলে খেলার সুযোগ দিয়েছেন। যার কারণে বিপিএলে পারিশ্রমিক না পাওয়া, বিশৃঙ্খলা ও অনিয়ম হয়েছে। বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তালিকাভূক্ত কোম্পানির থেকে দরপত্রের মাধ্যমে কার্যাদেশ প্রদানের নিয়ম মানেননি সভাপতি। তার বিরুদ্ধে বিসিবির অন্তর্ভূক্ত ক্লাবে ক্ষমতার অপপ্রয়োগ, ক্লাব দখল ও দুর্নীতিতে সম্পৃক্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফারুক আহমেদ #অনাস্থা #বিসিবি সভাপতি #পরিচালক