আবহাওয়া

গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম সম্পন্ন করেছে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। ভারতের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী স্থান থেকে সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো.হাফিজুর রহমানে সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে।  এর প্রভাবে দেশের অন্তত ১৪ জেলায় আজ ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১ থেকে ৩ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নিম্নচাপ