দেশজুড়ে

ঝিনাইদহ সীমান্ত থেকে স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১.১৭৭ কেজি ওজনের ০৮ পিস স্বর্ণের বার উদ্ধার করছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সদস্যরা

বৃহস্পতিবার (২৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি।

এতে বলা হয়,  পলিয়ানপুর বিওপি'র  সদস্যরা দায়িত্ব পালনকালে পলিয়ানপুর পূর্বপাড়া এলাকার আজিজুলের গোডাউনের সামনে পাকা রাস্তার ওপরে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকল চালক মোঃ হামিদুল (৩৮) মোটরসাইকেল ও তার কোমরে বাধা কস্টেপ পোচানো পোটলা ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে  ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে কষ্টেপ পেচানো পোটলা খুলে ০৮ পিস স্বর্ণের বার উদ্ধার হয় যার আনুমানিক ওজন ১ কেজি ১৭৭.৭১ গ্রাম। যার বাজারমূল্য ১,৬৪,৭৬,৬০০/- (এক কোটি চোষট্টি লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শত) টাকা।

 প্রসঙ্গত, পলাতক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ আদালতের মাধ্যমে ঝিনাইদহের সরকারি জেলা কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝিনাইদহ