জাতীয়

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৩ হাজার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৯ মে) মোট ৩ হাজার জন প্রার্থীর জন্য পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, সহকারী সার্জনের জন্য এম.বি.বি.এস অথবা সমমানের ডিগ্রি। আর সহকারী ডেন্টাল সার্জনের জন্য বি.ডি.এস. অথবা সমমানের ডিগ্রি।

এই বিশেষ বিসিএসে লিখিত পরীক্ষা রাখা হয়নি। পরীক্ষার প্রক্রিয়া হবে তুলনামূলক সরল এবং দ্রুত। প্রার্থীদের প্রথমে অংশ নিতে হবে ২০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায়। এতে উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার জন্য।

প্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ২ ঘণ্টা। ২০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। বাকি ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় থেকে। প্রতিটি এমসিকিউয়ের জন্য ১ নম্বর থাকবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ জুন সকাল ১০টা থেকে, চলবে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২৮ জুন সন্ধ্যা ৬টা।

৪৮ তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ নামে এই স্পেশাল বিসিএসের জন্য এ বিষয়ে সংশ্লিষ্ট যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে পিএসসি।

৪৮তম বিসিএসের বিস্তারিত নির্দেশনা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #৪৮তম বিসিএস #বিজ্ঞপ্তি #স্বাস্থ্য ক্যাডার