আন্তর্জাতিক

গাজায় তীব্র শীতে ২১ শিশুসহ ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শীতে ২৪ জন মারা গেছেন। এরমধ্যে ২১ জনই শিশু।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের সবাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি। বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। গাজায় নিম্নচাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় ৭ হাজার তাবু লণ্ডভণ্ড হয়ে গেছে। হাজার হাজার পরিবার খোলা আকাশের নিচে বাস করছে।

প্রসঙ্গত, ইসরাইলি অবরোধ ও ধ্বংসযজ্ঞের কারণে গাজার বেশীরভাগ ঘরবাড়ি ও অবকাঠামো এখন ধ্বংসস্তূপ। ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনি ক্যাম্পে বাস করছেন। সেখানে বেঁচে থাকার ন্যূনতম পরিবেশটুকুও নেই।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিন #গাজা #তীব্র শীত #শিশু