নেত্রকোনার সদর উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় লোকজন। দীর্ঘ সময় ধরে আলোচনা ও দেনদরবারের পর পুলিশ হাতকড়া উদ্ধার করতে পারলেও আসামিকে ফিরে পায়নি। পরে পরিস্থিতি শান্ত হলে আসামির মাকে আটক করে থানায় নেওয়া হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নূরুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নিশ্চিত করেন নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার।
পুলিশ জানায়, রবিন মিয়া (২২) নামের ওই যুবকের সঙ্গে রাজশাহী এলাকার এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অজান্তেই তারা বিয়ে করেন এবং পরে রবিনের পরিবারকে রাজি করিয়ে নূরুলিয়া গ্রামে দাম্পত্য জীবন শুরু করেন। তবে মেয়েটির পরিবার এই সম্পর্ক মেনে না নিয়ে রাজশাহীর একটি থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করে।
ওই মামলার সূত্র ধরে রাজশাহী থানা পুলিশের একটি দল নেত্রকোনায় এসে সদর থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে রবিনের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় রবিন ও ওই তরুণীকে আটক করে হাতকড়া পরানো হয়। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে যায়।
একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী পুলিশকে ঘিরে ধরে এবং হাতকড়াসহ আটক যুগলকে ছিনিয়ে নেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে পুলিশ রাতভর আলোচনা চালালেও ওই যুগলকে ফেরত দেওয়া হয়নি। শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় পুলিশ শুধু হাতকড়া উদ্ধার করতে সক্ষম হয়।
ভোররাতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুলিশ রবিনের মা রুবিনা আক্তার (৪২) কে আটক করে সদর থানায় নিয়ে আসে।
ওসি আল মামুন সরকার বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএ//