খেলাধুলা

বাংলাদেশের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন টেইট

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের নতুন বোলিং কোচের দায়িত্ব নিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। আন্দ্রে অ্যাডামসকে সরিয়ে টেইটকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১২ মে) টেইটের নিয়োগ নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বিসিবি।

চলতি মাসের শেষদিকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন টেইট। তার চুক্তি করা হয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

চুক্তির পর টেইট জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটা ভালো সময়, কিছুটা নতুন যুগ। প্রায়ই বলা হয়, এখানে পেসারদের মেধা আছে, যা একটা ভালো দিক। আন্তর্জাতিক ক্রিকেটে মেধা থেকে ফল বের করে আনার চেষ্টা করা হয়, জয়ের দিকে ফোকাস করা হয়। ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।

নিজের খেলোয়াড়ি জীবনে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টেইট। তিনি ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ ছিলেন। আফগানিস্তানের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (২০২৪-২৫ মৌসুম) চিটাগাং কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টেইট।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শন টেইট #বাংলাদেশ #বোলিং কোচ