অপরাধ

বিডিআর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিপাহী গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

২০০৯ সালের বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব ডেংগাপাড়ার বাসিন্দা আবুল বাসারের ছেলে রেজাউল করিম (৪৯)। তাকে রবিবার (১১ মে) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ফোর সিজন এলাকা থেকে আটক করা হয় । 

ঘটনাটি র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি গণমাধ্যমে জানান, পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিপাহী মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারের পর পটিয়া থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে একটি ভয়াবহ বিদ্রোহ ঘটে।  যার ফলে ৫৭ জন সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হন।  বিদ্রোহী সৈনিকরা বিডিআর সদর দফতর দখল করে সরকারি স্থাপনা এবং অফিসারদের বাসভবনসহ বিভিন্ন সম্পত্তি ভাঙচুর এবং লুটপাট চালায়।  তারা আরও অনেক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদেরকে জিম্মি করে রাখে। 

এই ঘটনার পর নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়।  যার মধ্যে ৮৫০ জনকে (মামলা নম্বর: ০৯(০৪)২০০৯) আসামি করা হয়।  দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত সিপাহী রেজাউল করিমকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। 

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র‌্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানায় সংস্থাটি।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #মৃত্যুদণ্ডপ্রাপ্ত #আসামি