খেলাধুলা

সিডনি টেস্ট

দুইশো ছুঁতে না পারা ভারতের স্বস্তি শেষ বলে খাজার উইকেট

ছবি: গেটি ইমেজ

বোর্ডার-গাভাস্কার ট্রফির চলতি আসরের শেষ ম্যাচ চলছে। সিডনিতে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। রোহিত শর্মাকে বিশ্রাম দেয়া হয়েছে, ফলে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন জাসপ্রীত বুমরাহ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বুমরাহ।

প্রথম দিন শেষ হওয়ার কিছু আগেই ১৮৫ রানে গুটিয়ে যায় ভারত। দিনের শেষ ৩ ওভার খেলার সুযোগ হয় অস্ট্রেলিয়ার। সেখানে বুমরাহ দিনের শেষ বলে তুলে নিয়েছেন উসমান খাজার উইকেট। এক উইকেট হারিয়ে ৯ রানে অবস্থান করছে স্বাগতিকরা।

ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতার দিন ছিল আজ। পরের ব্যাটারদের জন্যেও ছিল না সুসংবাদ। অস্ট্রেলিয়ানদের পেস সামলাতে ব্যর্থ ছিলেন তারা। দলের রান ৭২ হতেই ৪ উইকেটের পতন দেখেছে ভারত।

যশস্বী জয়সোয়াল ১০, লোকেশ রাহুল ৪ রান নিয়েছেন। পরের দুই ব্যাটার শুবমান গিল ২০, ভিরাট কোহলি ১৭ রান নিয়ে আউট হন। জয়সোয়াল ও বোল্যান্ডকে ক্যাচে ফিরিয়েছেন স্কট বোল্যান্ড। রাহুলের উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। আর কোহলি অভিষিক্ত বিউ ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়েছেন বোল্যান্ডের বলে।

রিশাব পান্ট ও রবীন্দ্র জাদেজা মিডল অর্ডার থেকে সমর্থন দিতে চাইলেন। দলীয় একশো পূরণ হয়েছে তারা মাঠে থাকতে। কিন্তু ১২০ রান যখন দলের, তখন পান্টের ফেরার ডাক পড়লো। বোল্যান্ডের ডেলিভারিতে মিড অনে প্যাট কামিন্সের হাতে ক্যাচ, ৯৮ বল খেলে ৪০ রানে বিদায় নিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এর পরের বলেই ফিরেছেন নিতিশ কুমার রেডি। বোল্যান্ডের সামনে দেখা দিয়েছিল হ্যাটট্রিক করার সুযোগ। ওভারের শেষ বলটিতে আরেকটি উইকেট নিতে পারেননি বলে, অর্জনটা আসেনি। তবে সিডনি টেস্টের প্রথম দিনে ৪ উইকেট লাভ করে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তিনি।  

ওয়াশিংটন সুন্দর ও বুমরাহ মিলে ভারতকে কিছুটা সাহায্য করেছেন। ওয়াশিংটন ৩০ বল খেলে ১৪ রান নিয়ে প্যাট কামিন্সের শিকার হয়েছেন। বুমরাহর উইকেটও নিয়েছেন কামিন্স, ২২ রানে ফিরেছেন ভারতীয় অধিনায়ক।

অস্ট্রেলিয়ার হয়ে বোল্যান্ড ৪ উইকেট নেয়ার পাশাপাশি, স্টার্ক ৩ টি, কামিন্স ২ টি উইকেট নিয়েছেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | অস্ট্রেলিয়া | সিডনি টেস্ট