জাতীয়

মুক্তি পাচ্ছেন ৯০ বাংলাদেশি ও ৯৫ ভারতীয় জেলে: পররাষ্ট্র উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলের বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা  তৌহিদ হোসেন। 

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ফরেন মিনিস্টি মিলনায়তনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।  

পররাষ্ট্র উপদেষ্টা বলেন,  সবকিছু ঠিক থাকলে ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় এই বিনিময় হবে।

দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

এর আগে, ৯ ডিসেম্বর  বাংলাদেশি এমভি মেঘনা ও এমভি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার নিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে জেলেদের আটক করা হয়। অন্যদিকে ভারতীয়দের ছয়টি ট্রলার সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে এবং তখন তাদের  পটুয়াখালী ও বাগেরহাটে আটক করে রাখা হয়েছিল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন পররাষ্ট্র উপদেষ্টা | বাংলাদেশি জেলে | ভারতীয় জেলে