খেলাধুলা

বছরের প্রথম দিনে আইসিসি থেকে সুখবর পেলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

জাসপ্রীত বুমরাহর জন্য বছরের শুরুর দিনটায় সুখবর এসেছে। টেস্ট ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে আইসিসির সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। এর আগে ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে ছিল এই রেকর্ড। বর্তমানে বুমরাহর রেটিং পয়েন্ট ৯০৭, বোলারদের শীর্ষস্থানটা তারই দখলে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্ট শেষ করে ৯০৪ পয়েন্টে পা রাখেন বুমরাহ। যা অশ্বিনের রেটিং পয়েন্ট। টেস্ট ইতিহাসে বোলারদের রেটিংয়ে কিংবদন্তি ইংলিশ স্পিনার ডেরেক আন্ডারউডের সঙ্গে যৌথভাবে ১৭তম অবস্থানে আছেন বুমরাহ।

এই তালিকা ধরে শীর্ষে তাকালে চোখে পড়ে ইংল্যান্ডের সিডনি বার্নসের (৯৩২) নাম। এরপর আছেন জর্জ লেহম্যান (৯৩১)। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন ইমরান খান (৯২২) ও মুত্তিয়া মুরালিধরন (৯২০)।

২০২৪ সালে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট নিয়েছেন বুমরাহ। কেবল মেলবোর্নের বক্সিং ডে টেস্টে শেষ ৯ উইকেট পেয়েছেন তিনি।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন জাসপ্রীত বুমরাহ | আইসিসি | রেটিং