বাংলাদেশ

এই প্রথম এক মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

বায়ান্ন প্রতিবেদন

ডিসেম্বরে প্রবাসীরা ২৬৪ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন যা দেশ স্বাধীন হওয়ার পর এক মাসে রেমিট্যান্স আসার ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করেছে। এর আগে, ২০২০ সালের জুলাই মাসে সবচেয়ে বেশি ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। 

বছরভিত্তিক হিসাবেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ২০২৪ সালে। গতবছর এসেছে ২ হাজার ৬৮৯ কোটি ডলার। ২০২৩ সালে ছিল ২ হাজার ১৯২ কোটি ডলার। এ হিসেবে রেমিট্যান্স বেড়েছে ৪৯৭ কোটি ডলার, যা ২২ দশমিক ৬৯ শতাংশ।

সাম্প্রতিক কোনো বছরে এতো রেমিট্যান্স আসেনি। অর্থপাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানসহ বিভিন্ন কারণে হুন্ডি কমে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। আবার নভেম্বর পর্যন্ত রপ্তানিও প্রবৃদ্ধি ছিল ১২ শতাংশ।

 

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন রেমিট্যান্স