নতুন বছরে আজ বিপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা। শাহাদাৎ হোসেন দীপুর ৫০ ও স্টিফেন এসকিনাজির ৪৬ রানের ইনিংসে ভর দিয়ে ১৭৪ রানের সংগ্রহ তোলে ঢাকা।
এদিকে বিপিএলে প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ। বল হাতে ৪ ওভার বল করে সাত উইকেট নেয়ার দিনে ১৯ রান দিয়েছেন তিনি।
ঢাকার ইনিংসে শেষদিকে ব্যাট হাতে ভূমিকা রেখেছেন শুভাম রানজানে। তার ব্যাটে আসে ১৩ বলে ২৪ রান। তাকে সঙ্গ দিয়েছেন আলাউদ্দিন বাবু, ৯ বলে ১৩ রান করে বিদায় নিয়েছেন।
এর আগে শুরুটা মোটেও ভালো করেনি ঢাকা। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ পরপর দুই ওভারে লিটন দাস ও তানজিদ হাসানকে ফিরিয়েছেন। লিটন ৫ বল খেলে কোনো রান নিতে পারেননি। তানজিদ ৯ রান করেন।
এরপর এসকিনাজি ও দীপু মিলে দলের হাল ধরেন। দলীয় রান ৯৩ রান থাকতে এসকিনাজি ফিরেছেন ২৯ বলে ৪৬ রান করে। তার উইকেট নিয়েছেন হাসান মুরাদ। এরপর থিসারা পেরেরা ক্রিজে এসে ক্যামিও ইনিংস খেলেন। তার ব্যাটে আসে ৯ বলে ২১ রান।
দীপু ৪১ বলে ৫০ রান করে তাসকিনের শিকার হয়েই ফিরেছেন। তাসকিন এরপর ফিরিয়েছেন আরও ৪ ব্যাটারকে। এতে করে বিপিএলে এক ইনিংসে ৭ উইকেট পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
এম এইচ//