বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে রাত সাড়ে ৮টার দিকে সস্ত্রীক যান ওয়াকার-উজ-জামান। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন তারা। বেগম খালেদা জিয়া যেনো দ্রুত সুস্থ হয়ে উঠেন সেই দোয়া করেন সেনাপ্রধান। বিএনপির একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডন যেতে পারেন তিনি।
এনএস/