বিনোদন

বিয়ে করলেন তাহসান!

নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। একটি ছবি দিয়ে বলা হয়েছে, জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে ছবি প্রকাশিত হয়েছে।  বলা হচ্ছে এটি তার দ্বিতীয় বিবাহ।

এছাড়াও শনিবার সকাল থেকেই সমাজমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। বিশেষ করে, রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা।

রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে 'রোজা'স ব্রাইডাল মেকওভার' নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

তাহসান খান বাংলাদেশের বিনোদন অঙ্গনে একজন সফল গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত। তার সংগীতজীবনের শুরু ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে, যেখানে শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতের একটি অনন্য মিশ্রণ তাকে জনপ্রিয় করে তোলে।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তাহসান ও মিথিলার সম্পর্কের শুরু হয়েছিল ব্ল্যাক ব্যান্ডের একটি আড্ডায়, যেখানে মিথিলা তাহসানের গান শুনতে গিয়ে ধীরে ধীরে তার প্রেমে পড়েন।

তাহসানের নতুন জীবনের এই অধ্যায়কে ঘিরে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মাঝে উচ্ছ্বাসের শেষ নেই। সবাই তাদের সুখী ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন তাহসান