নির্বাচনে বিজয়ী হওয়ার পর এখনও শপথ গ্রহণ নেননি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগেই একটি মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় নিউ ইয়র্কের একটি আদালত ওই সাজা ঘোষণা করবেন। আসছে ১০ জানুয়ারি এই সাজা ঘোষণা করতে পারেন আদালত। তবে ট্রাম্পকে কারাদণ্ড বা অন্য কোনো সাজা দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আদালত।
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প৷ আসছে ২০ জানুয়ারি দেশের ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। তবে শপথ নেওয়ার ঠিক ১০দিন আগেই মামলায় তার সাজা ঘোষণা হতে চলেছে। একজন নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার সাজা ঘো্ষণা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজীরবিহীন ঘটনার জন্ম দেবে।
গেলো বছরের মে মাসে ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপন, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় ৩৪টি অভিযোগের প্রতিটিতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন নিউ ইয়র্কের ম্যানহাটন ফৌজদারী আদালত। তবে ট্রাম্পের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল৷ এরই মধ্যে মামলা প্রত্যাহারের আবেদন জানান ট্রাম্পের আইনজীবী।
স্থানীয় সময় শুক্রবার সকালে সেই মামলার শুনানি চলাকালীন ম্যানহ্যাটন আদালতের জুরিদের দেওয়া রায় বহাল রাখেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক জুয়ান মার্চেন৷ ট্রাম্পের আইনজীবীর আবেদন খারিজ করে তিনি জানান, আসছে ১০ জানুয়ারি পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাজা ঘোষণা করা হবে৷সেই সঙ্গে বিচারক জানান, সাজা ঘোষণার দিন ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে৷তবে হবু মার্কিন প্রেসিডেন্টের যে কারাদণ্ড হবে না, তাও স্পষ্ট ভাবে জানিয়ে দেন তিনি৷
কারাদণ্ড না হলেও এই মামলায় আদালতের নির্দেশের ফলে ‘দোষী সাব্যস্ত অপরাধী’ হিসেবেই শপথ নিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।বিচারকের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে হবু এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি একটি অবৈধ রাজনৈতিক আক্রমণ। কারচুপি ছাড়া আর কিছুই নয়।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের মুখ বন্ধ করার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। আমেরিকার হবু প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ মুখ বন্ধ রাখার জন্য পর্ন তারকাকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন তিনি৷বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য হিসেবেও গড়মিল করেছিলেন ট্রাম্প ৷ এই মামলায় নিউইয়র্কের আদালত আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে৷ তবে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল ৷ এরই মধ্যে, মামলা প্রত্যাহারের জন্য আর্জি জানান ট্রাম্প ৷
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক দীর্ঘ দিন ধরেই চলছে।প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডন্ট হওয়ার আগে থেকেই অর্থ্যাৎ ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় এই বিতর্কের সূত্রপাত। ওই সময় পর্নতারকা স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুস দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে।
অভিযোগ অনুসারে, স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালের নির্বাচনি প্রচারের সময়ে তার মুখ বন্ধ রাখতে ওই ঘুস দিয়েছিলেন ট্রাম্প। প্রথমে ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন ওই পর্ন তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুস দেন। পরে কোহেনকে সেই অর্থ মেটাতে গিয়ে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। যদিও বার বারই এই অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।
এমআর//