সিডনি টেস্টের দ্বিতীয় দিন উইকেটময় এক চিত্র দেখা গেলো। এক উইকেট ও ৯ রানে দিন শুরু করা অজিরা অলআউট হলো। ওদিকে নিজদের দ্বিতীয় ইনিংসে ভারত হারালো ৬ উইকেট।
ছয় উইকেট হারিয়ে ভারত ১৪১ রানে অবস্থান করছে। এতে তাদের লিড দাঁড়িয়েছে ১৪৫ রান। অস্ট্রেলিয়ার পক্ষে এই ইনিংসে বল হাতে স্কট বোল্যান্ড একাই ৪ উইকেট নিয়েছেন।
এর আগে অজি ব্যাটিং লাইনআপকে দাঁড়াতে দেয়নি ভারতীয় বোলাররা। মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা উভয়ই ৩ টি করে উইকেট নিয়েছেন। জাসপ্রীত বুমরাহ ও নীতিশ কুমার রেডি ২ টি করে উইকেট নেন। এতে মাত্র ১৮১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ভারতের ১৮৫ রানও ছুঁতে পারেনি তারা। অজিদের পক্ষে ব্যাট হাতে অভিষিক্ত বিউ ওয়েবস্টার ৫৭ রান করেছেন, যা সর্বোচ্চ।
ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসেও ভালো করতে পারেনি। ব্যাটিংয়ের শুরুতে কেবল লোকেশ রাহুল ও যশস্বী জয়সোয়াল মিলে ৪২ রানের জুটি গড়েছেন। এরপর রাহুল ১৩ রানে বোল্যান্ডের শিকার হয়ে বিদায় নেন। এরপর জয়সোয়ালকে ২২ রানে ফেরান বোল্যান্ড। দুজনকেই সরাসরি বোল্ড করেন এই অজি পেসার।
শুবমান গিল ও ভিরাট কোহলি ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন। গিল ১৩ রানে, কোহলি ৬ রানে ফিরেছেন। গিলের উইকেট নিয়েছেন অভিষিক্ত ওয়েবস্টার। ওদিকে বোল্যান্ডের তৃতীয় শিকার হয়েছেন কোহলি।
রিশাব পান্ট ইনিংস সর্বোচ্চ ৬১ (৩৩) রান করে প্যাট কামিন্সের ডেলিভারিতে উইকেটরক্ষকের কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন।
নীতিশ ৪ রানে ফিরেছেন, এতে বোল্যান্ড তার চতুর্থ উইকেট পেয়ে যান।
দিন শেষে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর অপরাজিত আছেন যথাক্রমে ৮ (৩৯) ও ৬ (১৭) রানে।
তৃতীয় দিনের সকালটা ভারত নিরাপদে কাটাতে চাইবে। এবং পরবর্তীতে যারা ব্যাট করতে আসবেন, রান কতটা বাড়িয়ে নেয়া যায় সেই চেষ্টাই করবেন তারা।
এম এইচ//