আল নাসরের হয়ে আরও শিরোপা জিততে চান ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে তার দুই বছর উদযাপন মুহূর্তে এমনটি জানিয়েছেন তিনি। সম্প্রতি গ্লোব সকার অ্যাওয়ার্ডসে মিডল-ইস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রোনালদো।
৮৩ ম্যাচে ৭৪ টি গোল করেছেন এই পর্তুগিজ অধিনায়ক। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২৩ সালের জানুয়ারি থেকে আল নাসরে যোগ দেন।
লিগ হাউস মিডিয়া চ্যানেলে কথা বলতে গিয়ে রোনালদো বলেন, ‘আমি খুশি, আমার পরিবার খুশি। এই সুন্দর দেশে আমরা নতুন জীবন শুরু করেছি। জীবনটা ভালো চলছে, ফুটবল ভালো চলছে।‘
তিনি বলেন, ‘আপনি জানেন, যখন শিরোপা জিতবেন- সবকিছু সহজ হয়ে যাবে। এবং এখানে আমার প্রথম বছর জেতার সৌভাগ্য হয়েছিল, আমার প্রথম শিরোপা দারুণ ছিল।‘
এরপর রোনালদো বলেন, ‘কিন্তু আমি আরও বেশি চাই। আমি এগিয়ে যাওয়ার ধারাবাহিকতা রাখতে চাই, আল নাসরকে আরও বেশি শিরোপা জেতাতে চাই। আমি বিশ্বাস করি এই বছরটা আল নাসরের জন্য ভালো হতে চলেছে, ইনশাআল্লাহ।‘
এম এইচ//