আবহাওয়া

ঢাকার বাতাস 'খুবই অস্বাস্থ্যকর’, তালিকায় দ্বিতীয়

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকার দ্বিতীয় স্থানে আছে ঢাকা, স্কোর ২৯০। এতে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হচ্ছে। তালিকার শীর্ষস্থানে আছে ইরাকের বাগদাদ, স্কোর ৪৮১।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১১ টা ৫৫ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ তথ্য পাওয়া গেছে।

আজ সকাল ৯ টা থেকে ১০ টার দিকে ঢাকা বায়ুর মানের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে ছিল।

 

সূচকে এখন তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর- স্কোর ২২২, চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার বাটাম- স্কোর ১৯৭, পাকিস্তানের করাচি আছে পঞ্চম স্থানে- স্কোর ১৯৭।

এরপর ভারতের দিল্লি, ভিয়েতনামের হ্যানয়, মিশরের কায়রো, নেপালের কাঠমান্ডু, ভারতের কোলকাতা শীর্ষ দশে আছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বায়ুর মান | ঢাকা