অসুস্থ ছিলেন ঢাকা দক্ষিণ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মহরম হোসেন মহিন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে ঢাকা দক্ষিণ দলে খেলার কথা ছিল বাঁহাতি স্পিনার মহিনের।
গত কিছুদিন ধরে ফরিদপুরে ক্যাম্প করছে ঢাকা দক্ষিণ দল। ক্যাম্প চলাকালীন তিন-চার দিন আগে পেটে ব্যথা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হয় মহিন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেন।
ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা-নিরীক্ষার পর তীব্র অ্যাসিডিটির পাশাপাশি তার আরও কিছু শারীরিক জটিলতা ধরা পড়ে। চিকিৎসকেরা তাই তাঁর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচার শেষে কিছুটা ভালো বোধ করেন মহিন। এরপর আস্তে আস্তে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। গতকাল (শনিবার) রাতে চিকিৎসাধীন অবস্থাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মহিনের বাড়ি বরিশালের গৌরনদীতে। তিনি পরিবারের সঙ্গে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে বাস করতেন।
এম এইচ//