চাকরির খবর

৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

৪৩তম বিসিএসের চূড়ান্ত  প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনর্বিবেচনার সভা ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৪৩ তম বিসিএসে ২২৭ জন প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। ওই প্রার্থীরা তাদের নিয়োগের বিষয় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন।

 এ বিষয়ে আগামী ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তার সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ৪৩ | বিসিএস