শতাধিক ড্রোন নিয়ে রাতের আঁধারে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। টানা প্রায় তিন বছর ধরে ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর অভিযান চলছে। এর মধ্যেই ড্রোন হামলার এই ঘটনা ঘটল।
রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি জনিয়েছে, রাশিয়া শনিবার রাতে ১০৩টি ইরান-নির্মিত শাহেদ মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) দিয়ে ইউক্রেনে আক্রমণ করেছে। রোববার এমনটাই জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জেলেনস্কি বলেন, “প্রায় প্রতিদিনই আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে আমাদের আকাশ রক্ষা করছি। মাত্র গত রাতে ইউক্রেন ১০৩টি শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ করেছে, যাতে ৮ হাজার ৭৫৫টি এমন উপাদান রয়েছে যা বিদেশে তৈরি।”
অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনের পাঠানো ৬৬টি ইউএভি (ড্রোন) ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মস্কো।
ওয়াই,এ,এস