সদ্য প্রয়াত বিএনপির প্রবীণ নেতা ও ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য, অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহ-সভাপতি এস এ খালেকের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে মিরপুরের দারুস সালাম এলাকায় তার বাসায় ছুটে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (০৫ জানুয়ারি) জামায়াত আমির মরহুমের লাশ দেখেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় তিনি মরহুমের মানবকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করেন।
জামায়াত আমিরের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মহানগরী সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, দারুস সালাম থানার আমির হাকিম আব্দুল মান্নানসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
রোববার বিকেলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এস এ খালেক। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
এসি//