ক্রিকেটের দুই স্তরের টেস্ট কাঠামো নিয়ে নানা আলোচনা চলছে। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বোর্ডের মধ্যে আলাপ করার কথা রয়েছে আইসিসির। এমন হলে এই তিন বোর্ড নিজেদের মধ্যে বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবে। আইসিসি টেস্ট র্যাংকিংয়ের প্রথম ৭ দল এক স্তরে, বাকি ৫ দল থাকবে অন্য স্তরে।
এসব নিয়ে সম্পতি ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিজবাজ’ এর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ক্রিকবাজে মুমিনুল বলেন, ‘আমার জন্য এটা খুবই হতাশার।‘
‘সত্যি বলতে আমি কোনো দলকে ছোট করছি না, কিন্তু জানি না নিচের স্তরের দলগুলোর ক্ষেত্রে কি ধরনের নিয়ম মানা হবে। আমরা জানিনা দ্বিতীয় স্তরে ভালো খেললে, প্রথম স্তরে যাওয়া যাবে কি না!’
মুমিনুল আরও বলেন, ‘আমার মনে হয় টেস্ট ম্যাচের সংখ্যা আরও কমে যাবে। এটা টেস্ট খেলোয়াড়দের জন্য অনেক বেশি হতাশার এবং আমার মনে হয় না, এটা আমাদের জন্য ভালো হবে। সত্যি বলতে আমরা যদি ভালো দলের সঙ্গে না খেলি, তাহলে আমাদের উন্নতি হবে না। আপনি একইরকম জায়গায় থেকে যাবেন, যদি সবসময় নিজেদের সঙ্গেই খেলেন, বড় বা কঠিন দলের সঙ্গে না খেলেন।‘
এম এইচ//