দেশজুড়ে

ওসিকে লাঞ্ছিত করা সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

চট্টগ্রাম কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দিনকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলামকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওই ওসি বর্তমানে কুমিল্লা জেলা পুলিশের সিআইডিতে কর্মরত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্কর রাজুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

গতকাল ৬ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দিনকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটে। পুলিশ নেজাম উদ্দিনকে থানায় আনার পর বিএনপির নেতাকর্মীরা পাঁচলাইশ থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেজামের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতন করার নানা ধরনের অভিযোগ করে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন স্বেচ্ছাসেবক