বিএনপি

বিমানবন্দরে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

চিকিৎসার উদ্দেশ্যে গুলশানের নিজ বাস ভবন থেকে রওনা দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১ টার কিছু আগে খালেদাজিয়ার গাড়িবহর বিমানবন্দরের প্রবেশ করে।

এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়া রাত ১০ টায় রয়েল কাতার আমারি এয়ার এ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

এ উদ্দেশ্যে সোয়া ৮টার দিকে গুলশানে নিজের বাসভবন ফিরোজা থেকে সাদা একটি গাড়িতে রওনা দেন খালেদা জিয়া। তবে নেতাকর্মীদের ঢলে তার বাসভবন থেকে বের হতে কিছুটা বেগ পেতে হয়। খালেদা জিয়াকে বিদায় জানাতে বিকেল থেকে তার বাসভবনে অপেক্ষা করছিলেন নেতাকর্মীরা।

দলটির পক্ষ থেকে জানানে হয়হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন খালেদা জিয়াদীর্ঘ আট ঘণ্টার মতো ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করবেন তিনি।

লন্ডনে বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে তার পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভ্যর্থনা জানাবেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা জিয়া