ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে আগ্রহী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। এই তথ্য জানিয়েছেন ইলন মাস্কের বাবা এরল মাস্ক।
টাইমস রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এলনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর ছেলে সত্যি লিভারপুল কিনতে চায় কি না? তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। তবে তার মানে এই নয় যে সে এটা কিনছে। হ্যাঁ, সে চায়, অবশ্যই। কে না তা চাইবে, আমিও চাই।’
২০১০ সালে লিভারপুল কিনে নেয় যুক্তরাষ্ট্রের খেলাধুলাভিত্তিক বহুমুখী প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ বিষয়ে ফেনওয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল। সেই মুখপাত্র বলেছেন, ‘এই গুঞ্জনের সত্যতা নেই।’
গত মে মাসে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বসের জরিপে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ দামি ফুটবল ক্লাব হয়েছে লিভারপুল। ক্লাবটির আনুমানিক মূল্য ৪৪৩ কোটি পাউন্ড। তবে এই দাম মাস্কের মোট সম্পদের আর্থিক মূল্যের ১ শতাংশের কিছু বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ইলন মাস্কের মোট সম্পদের আর্থিক মূল্য ৩৪ হাজার ৩০০ কোটি পাউন্ড।