শাহরুখ খান ও গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবন। কিন্তু সেই দাম্পত্যে ধর্ম কখনই কোনও ফ্যাক্টর নয়, তা বহু সাক্ষাত্কারে জানিয়েছেন শাহরুখ। শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেননি তিনি। কিন্তু এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ানের খানের ‘হজযাত্রার’ ছবি। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী?
ছবি দেখে অনেকেই মনে করছেন বিয়ের এতগুলো বছর পর শাহরুখ গৌরীকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। সত্যিই কি তাই?
শাহরুখ ও গৌরী ২৫ অক্টোবর, ১৯৯১ সালে একেবারে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন। শাহরুখ-গৌরীর ব্যক্তিগত জীবন কখনওই তাদের ধর্মীয় পার্থক্যের জন্য প্রভাবিত হয়নি। বরং, তাদের সম্পর্কের সমীকরণ একে অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শনই বারবার তুলে ধরেছে।
বিভিন্ন সাক্ষাৎকারে তাঁদের বলতে শোনা গিয়েছে, তাদের পরিবারে দুই ধর্মকেই প্রাধান্য দেয়া হয়। এমনকী, তিন সন্তান আরিয়ান, সুহানা, আব্রামের ক্ষেত্রেও কোনও বাধানিষেধ নেই।
শাহরুখ ও গৌরীর তিন সন্তান আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা জন্মেছেন ২০০০ ও আব্রাম জন্মেছে ২০১৩ সালে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন তাঁদের। তাদের বাড়ি মন্নতে একই আসনে রাখা হিন্দু দেবতা ও কোআরন। মন্নতে প্রতিবছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ। আনা হয় গণপতিকেও। সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। শাহরুখ জানান যে তিনি তার সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তাঁরা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তারা ভারতীয়, এটাই তাদের পরিচয়।
সম্প্রতি, বেশ কয়েকটি ছবি ভাইরাল হওয়ায় অনেকের মনে প্রশ্ন জেগেছে। তবে কি যা শোনা যায় তা সত্যি নয়? শাহরুখ খান হয়তো গৌরীকে ইসলামে ধর্মান্তরিত করেছেন। সেই কারণেই মুসলিমদের পবিত্রতম স্থান মক্কায় নিয়ে গিয়েছিলেন ধর্মান্তরিত করাতে। ছবিগুলিতে শাহরুখ এবং গৌরীকে মক্কার পবিত্র কাবার সামনে পোজ় দিতেও দেখা গিয়েছে। সঙ্গে আবার দেখা গিয়েছে পুত্র আরিয়ানকেও।
তবে, ছবিগুলি ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর জানা গেছে অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলো আসল নয়। এগুলো AI-জেনারেটেড। বিতর্ক তৈরির জন্যই কি তবে তৈরি করা হয়েছিল এই ছবি? যদিও এটাই প্রথম নয়, সেলিব্রিটিদের বহু ছবি এ ভাবে তৈরি করা হয়। দীপিকা পাডুকোন থেকে টেলর সুইফট, অসংখ্য তারকা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। যেখানে এমন ভুয়ো ছবি দিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে।
জেএইচ