খেলাধুলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী সিরিজ

সিরিজ সমতায় রাখার সুযোগ রাখলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: বিসিবি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল সিরিজ বাঁচিয়ে রাখলো। শ্রীলঙ্কার মেয়েরা প্রথম দুই ম্যাচ জিতে নেয়। তাই আজকের ম্যাচ জিতলে সিরিজ জিতে নিতে পারতো তারা। তবে এখনো সিরিজ সমতায় শেষ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে লাল-সবুজের দল।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১০৯ সংগ্রহ করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেট  হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই বলেই দুই উইকেট হারিয়ে বসে তারা। সেই চাপ সামাল দিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৫২ বলে ৪৩ রানের জুটি গড়েন সাদিয়া ও ফাহমিদা। জুটি ভাঙের ২৮ বলে ২৪ রান করে সাদিয়া ফিরলে।

অধিনায়ক সুমাইয়া আক্তার ও ফাহমিদা মিলে এরপর আরও ৩২ রান যোগ করেন। ফাহমিদার ৪২ রানের ইনিংস শেষ হয়, যেখানে ছিল ৪ টি চারের মার। সুমাইয়া তার ব্যাটে ১৩ রান করেন। আফিয়ার ইনিংস শেষদিকে দারুণ ভূমিকা রাখে। তিনি ৩ চারে ১৮ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। শেষদিকে হিরুনি হানসিকা ও শাহিনি গিমহানি মিলে ২১ বলে ৩৬ রানের জুটি গড়েন। এতে দলীয় শতক ছাড়িয়ে যায় লঙ্কানদের। হানসিকা ২৪ ও গিমহানি ১৪ রানের ইনিংস খেলেন।

চার ম্যাচ সিরিজে প্রথম জয় পেলো বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ আগস্ট) সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল। এই সিরিজ শেষে শনিবার (১১ আগস্ট) টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মালয়েশিয়া যাবে লাল সবুজের অনূর্ধ্ব-১৯ নারী দল

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল | শ্রীলঙ্কা