খেলাধুলা

রংপুরকে আটকে দিতে বড় সংগ্রহ বরিশালের

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচ পরাজয়ের পর, দ্বিতীয় ম্যাচে ভালো সংগ্রহ তুলেছে ফরচুন বরিশাল। টসে জিতে বরিশালকে প্রথমে ব্যাট করতে পাঠায় রংপুর। কাইল মায়ার্সের অপরাজিত ৬১ রান, তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত'র চল্লিশের ঘরে রাখা ইনিংস বরিশালকে ১৯৭ রানের সংগ্রহ দিয়েছে। 

উদ্বোধনী জুটিতে তামিম ও শান্ত মিলে ৮১ রানের জুটি তোলেন। ৩০ বলে ৪১ রান করা শান্ত কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে বিদায় নেন। রাব্বির ডেলিভারিতেই আউট হয়েছেন তামিম, তার ব্যাটে আসে ৩৪ বলে ৪০ রান। দুই ওপেনার ফিফটি করার সুযোগ হারিয়েছেন।

তবে তিনে নামা মায়ার্স ঠিকই অর্ধশতক তুলে নেন। মাত্র ২৯ বল খেলে ৬১ রান করে অপরাজিত ছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। এরপর ১৮ বলে ২৩ রানের ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। শেষদিকে ফাহিম আশরাফ খেলেন ৬ বলে ২০ রানের ক্যামিও ইনিংস।

শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৯৭ রানের সংগ্রহ তোলে বরিশাল।  

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রংপুরকে | আটকে | বড় | সংগ্রহ | বরিশালের