শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। কাইল মায়ার্সের ওভারে সেই রান একা হাতে নিয়েছেন নুরুল হাসান সোহান। শেষ বলে ২ রান প্রয়োজন ছিল। যেখানে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন রংপুর অধিনায়ক। এই জয়ে টানা ৬ ম্যাচ জিতে অপরাজিত আছে রংপুর রাইডার্স।
সোহান ৭ বল খেলে ৩২ রানে অপরাজিত ছিলেন। যেখানে ছিল ৩ টি ছক্কা ও ৩ টি চারের মার।
১৯৮ রানের বড় লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামে রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারে অ্যালেক্স হেলসের বিদায় কিছুটা পিছিয়ে দেয় তাদের। আজ একাদশে ছিলেন না আজিজুল হক তামিম। আরেক ওপেনার তৌফিক খান মারকুটে ব্যাটিংয়ের চেষ্টা করেন। সাইফ হাসানের সঙ্গে জুটি তৈরি করেন। তবে সাইফ হাসান ২২ (১৯) রান করে ফাহিম আশরাফের শিকার হন।
দলীয় ৬৬ রানে রিশাদের ডেলিভারিতে ফিরেছেন তৌফিক। তার ব্যাটে ২৮ বলে ৩৮ রানের ইনিংস আসে। যেখানে ছিল ৩ টি চার ও ৩ টি ছয়ের মার।
এরপর দলের হাল ধরেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। এই দুই পাকিস্তানি ব্যাটার ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট চালিয়ে যেতে থাকেন। একটা সময় দলের প্রয়োজন ছিল ১৮ বলে ৪২ রান। তখন শাহিন শাহ আফ্রিদির ওভারটি বরিশালের জন্য আশির্বাদ হয়ে আসে।
প্রথম বলে এক রান দিয়ে, বাকি ৩ বল ডট দেন এই পেসার। পঞ্চম বলে তুলে নেন ইফতিখার আহমেদের উইকেট। ইফতিখার ফিরেছেন ৩৫ বলে ৪৮ রান করে। ওভারের শেষ বলে ২ রান দিয়ে মোট ৩ রান ও ১ উইকেট নিয়ে ওভার শেষ করেন শাহিন।
এরপর খুশদিল ২৪ বলে ৪৮ রানে বিদায় নেয়ার পর, শেখ মেহেদি ও মোহাম্মদ সাইফউদ্দিনও ফিরেছেন। শেষ ওভারে রংপুরের জিততে প্রয়োজন ছিলে ২৬ রান। ক্রিজে ছিলেন নুরুল হাসান সোহান ও কামরুল ইসলাম রাব্বি।
এম এইচ//