বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই দেখার অপেক্ষা ফুটবল দর্শকদের চিরকালীন আকাঙ্ক্ষা। এবার সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। অ্যাথলেটক বিলবাওকে হারিয়ে বার্সেলোনা ফাইনাল নিশ্চিত করার পর, রিয়াল মাদ্রিদে পৌঁছে গেছে ফাইনালে।
জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। এই জয়ে ফাইনাল নিশ্চিত হয় ভিনিসিয়াস-এমবাপ্পেদের।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতের ম্যাচে দারুণ ফুটবল খেলে গেছে রিয়াল। আক্রমণ ছিল বেশ। তবে প্রতিপক্ষের কাছে এসে বারবার সেই আক্রমণ কিছু স্মিত হয়ে গেছে। কোনো গোল হয়নি আর প্রথমার্ধে। বিরতির পর ৬৩ মিনিটে গিয়ে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম।
রিয়ালের বাকি দুই গোল হয়েছে যোগ করা সময়ে। দ্বিতীয় গোলটি ছিল আত্মঘাতী, ৯২ মিনিটের মাথায়। এরপর ৯৫ মিনিটে গিয়ে তৃতীয় গোল করেন রদ্রিগো।
এই তিন গোলে শেষপর্যন্ত মাঠ ছেড়েছে আলবিসেলেস্তরা। এই জয়ে টানা তিন বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ। তারা যদি ফাইনাল জিততে পারে, তবে বার্সেলোনার সমান ১৪ টি সুপার কাপের শিরোপা উঠবে মাদ্রিদের ঘরে।
এম এইচ//